Skip to main content

Posts

Showing posts from May, 2018

আমার গায়ে কোন শার্ট নেই।

খুব সুন্দর এক রোদেলা দিন। ফুরফুরে পরিবেশ। বাস চলতেছে তো চলতেছে.......... দুপুর গড়িয়ে বিকেল। হঠাৎ ড্রাইবার বলল এসে গেছি। বাস থেকে নামলাম। হাতে নেই কোন ব্যাগ, লাগেজ বা কোন কিছু। শুধুই আমি। কিন্তু বাস এটা কোথায় থামলো? লক্ষ্য করলাম সাতখামাইর নামিয়ে দিয়েছে। নামব বরমী বাজার তবে এত আগে কেন নামিয়ে দিল বুঝলাম না। বাস থেকে নেমে একটা রিকসা নিলাম। যেহেতু যাব কোষাদিয়া তাই ভাবলাম বড়নল হয়ে শর্টকাট মেরে দিই। রিকসাওয়ালা হরদম পেডেল মেরে চলেচে। পায়ে টানা রিকসা। এই রিকসাগুলো চলতে অনেক ভাল লাগে। রাস্তা একদম খালি। কোথাও কোন জনমানব এর চিহ্ন পড়ছে না। অবাক লাগছে। কিছুক্ষন পর মনে হল রিকসা একটা পুড়োনো মফস্বল শহরের গলি দিয়ে চলছে। বাড়ি-ঘড় গুলো অনেক পুড়োনো। দেয়ালে সবুজ শেওলা জমে আছে। প্রতিটা বাড়িরই বড় বড় দেয়াল। দেয়ালের ভিতরে বড় বড় আম গাছ, লিচু গাছ। পাকা রাস্তায়ও শেওলা জমে আছে। মনে হয় অনেক দিন কেউ এই রাস্তায় চলাচল করেনা। কিন্তু বড়নলে এত পুড়োনো বাড়িঘর কবে তৈরী হল? কখনো তো দেখিনি। বড়নলের প্রতিটি রাস্তা, গলি আনাচ কানাচ আমার চেনা। রিকসা চলছে কোন ক্লান্তি ছাড়া। রিকসাওয়ালা একবারও প